যৌন কর্মীদের মেরে ফেলবে তালিবান!
ওয়াসিম বারি ,
আফগানিস্তানের যৌন কর্মীদের মেরে ফেলা হবে।তালিকা তৈরি তালিবানের।এইরকম রিপোর্ট প্রকাশ করেছে এক আন্তজার্তিক সংবাদ মাধ্যম। গত ১৫ আগস্ট তালিবানের কাবুল দখল করার পর যৌন কর্মীদের একাংশ দেশ ছেড়ে পালাতে পারলেও অনেকেই এখনো রয়ে গেছে আফগানিস্তানের মধ্যে।যারা দেশের মাটিতে রয়েছে তাদের তালিকা তৈরি করে রাখছে তালিবান। যারা বিদেশিদের সাথে যৌন কর্মে লিপ্ত তাদের মারা হবে।বাকিদের যৌন দাসী করে রাখতে চায় তালিবান। গত ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তালিবানরা প্রকাশ্যে মেরে ঝুলিয়ে দিত যৌন কর্মীদের।সেই আতঙ্ক ফের দেখা গেছে আফগানিস্তান জুড়ে।