Spread the love

যশোরের সাগরদাঁড়ীতে সাতদিন ব্যাপী মধুমেলার উদ্বোধন

কাজী নূর।।

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহ ব্যাপী মধুমেলার উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসন যশোরের আয়োজনে আজ বুধবার বিকালে মধুকবির জন্মভূমি যশোরের সাগরদাঁড়ীতে ফিতা কেটে মধুমেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি।

প্রধান অতিথি কে এম খালিদ এমপি তার বক্তব্যে বলেন, মাইকেল মধুসূদন দত্ত অভুতপূর্ব এক প্রবাদ পুরুষ ছিলেন। তিনি পুরনো ধ্যান ধারণা উপেক্ষা করে বাংলা সাহিত্যে নতুন পথ দেখিয়েছেন। এ কারনে যশোরের সাগরদাঁড়ী ধন্য। আধুনিক বাংলা সাহিত্যে তিনি শুধু দেশ নয় পৃথিবীর বুকে নাম করেছেন। স্থানীয় সরকার যশোরের উপ পরিচালক মোঃ হুসাইন শওকত এর সভাপতিত্বে মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর ৬ আসনের সাংসদ শাহীন চাকলাদার, ২ আসনের সাংসদ মোঃ নাসির উদ্দীন, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমিন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মধুমেলা উদ্যাপন কমিটির সদস্য সচিব এম এম আরাফাত হোসেন। উদ্ধোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও যাত্রাপালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারি কমিশনার সৈয়দা তামান্না হোরায়রা ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা যশোর জনাব সাধন দাস। এ সময় সাগড়দাঁড়িতে মধুসূদন বিশ্ববিদ্যালয়ের স্থাপনের দাবিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি কে স্মারকলিপি প্রদান করেন মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য উনবিংশ শতাব্দীর প্রখ্যাত বাঙালী কবি, আধুনিক বাংলা কাব্যের রুপকার, প্রথম সার্থক নাট্যকার, বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের জনক এবং বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বাংলার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী গ্রামে জন্মগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *