মৌলানা আকরাম খাঁ পুরস্কারে ভূষিত হলেন বিশিষ্ট কলামিস্ট মহিউদ্দিন সরকার ও মুহাম্মদ আব্দুল হাই

রবিবার নতুন গতি আয়োজিত বিশ্ব নবী দিবসে মৌলানা আকরাম খাঁ পুরস্কারে ভূষিত হলেন বিশিষ্ট কলামিস্ট মহিউদ্দিন সরকার ও মুহাম্মদ আব্দুল হাই। এদিন মহিউদ্দিন সরকার-এর হাতে মানপত্র এবং ১০ হাজার টাকার চেক তুলে দিলেন লেখক হাসান ইমাম ও নতুন গতি পত্রিকার সম্পাদক এমদাদুল হক নূর। মৌলানা আকরাম খাঁ পুরস্কারে ভূষিত হওয়ার পর মহিউদ্দিন সরকার মূল্যবান বক্তব্য রাখেন। শ্রোতা হিসেবে উপস্থিত সকলেই ভূয়সী প্রশংসা করেন তাঁর বক্তৃতার।
সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ অনুন্নত সমাজ : উত্তরণের উপায় গবেষণা গ্রন্থটি রবিবার বেঙ্গল থিওসোফোকাল সোসাইটি হলে উদ্বোধন করলেন অধ্যাপক সুরঞ্জন মিদ্দে। বইটির লেখক অধ্যাপক মুহাম্মদ আফসার আলী, প্রিন্সিপাল, শাহিদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়। বইটি উদার আকাশ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। এদিন নতুন গতি” পত্রিকার বিশ্ব নবী (সা۔) দিবস অনুষ্ঠানেই বইপ্রকাশে উপস্থিত ছিলেন নতুন গতি পত্রিকার সম্পাদক ইমদাদুল হক নূর, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল্লাহ শামীম, আইনবিদ মাসুদ করিম, লেখক এ টি এম রফিকুল সাহান, মৌলানা আকরাম খাঁ পুরস্কার প্রাপক বিশিষ্ট কলামিস্ট মহিউদ্দিন সরকার ও মুহাম্মদ আব্দুল হাই, লেখক আবু সাঈদ প্রমুখ।

Leave a Reply