মোবাইলে আসক্তি কমিয়ে ফুটবল খেলার প্রতি আগ্রহ তৈরির লক্ষ্যে ৫০ টি দলকে ফুটবল বিতরণ, রাজনগরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- রাজনগর ব্লকের অন্তর্গত গাংমুড়ি জয়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৫০ টি ফুটবল দলকে স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে ফুটবল বিতরণ করা হয়। মোবাইল ছেড়ে এলাকার ছাত্র যুবদের মাঠমুখি করার লক্ষ্যে গ্রাম পঞ্চায়েতের এমন উদ্যোগ বলে জানা যায়। বর্তমান যুব সম্প্রদায় যে একেবারে মোবাইলের প্রতি আসক্ত হয়ে খেলাধুলা প্রায় ভুলে যেতেই বসেছে। মোবাইল গেমে নেশাগ্রস্ত হওয়ার ফলে তাদের পড়াশোনার পাশাপাশি শরীর এবং মনের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। প্রসঙ্গত উল্লেখ্য বর্তমান রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। যাতে প্রত্যন্ত গ্রামের যুব সম্প্রদায়ও খেলাধুলায় নিজেদের মান উন্নত করতে পারে। সেই লক্ষ্যেই গাংমুড়ি-জয়পুর গ্রাম পঞ্চায়েত চত্বরে স্থানীয় পঞ্চায়েত এলাকার ৫০ টি ফুটবল দলকে ফুটবল বিতরণ করা হয়।ফুটবল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা, সহ-সভাপতি পরিমল সাহা, সমাজসেবী রানা প্রতাপ রায়, পঞ্চায়েত সদস্য প্রদীপ বাগদি সহ অন্যান্যরা। রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু আজকের ফুটবল বিতরণ ও উদ্দেশ্য নিয়ে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন।