সেখ সামসুদ্দিনঃ আজ ২৫ শে ডিসেম্বর উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ৫০০০ ইউনিট রক্তদানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে মেমারি শহর তৃণমূল কংগ্রেস সংখ্যা লঘু সেলের উদ্যোগে একটি রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। খাঁড়ো হাইমাদ্রাসা স্কুলে পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জামালপুরের বিধায়ক তথা জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অলোক কুমার মাঝি সূচনা করেন। উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য‍্য, জেলা সংখ্যালঘু সেলের সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী ওরফে বাবু, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম, প্রাথমিক শিক্ষা সেল কলা নবগ্রাম চক্রের সভাপতি মহঃ জাহাঙ্গীর, মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল, মেমারি পুরসভার সহ প্রশাসক ডঃ কৃষ্ণ বিশ্বাস, প্রশাসক বোর্ডের সদস্য পল্লব চ্যাটার্জী, মেমারি ব‍্যবসায়ী কল‍্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেমারি শহর তৃণমূল সংখ্যা লঘু সেলের সভাপতি ফারুক আব্দুল্লার পরিচালনায় মহিলা নেত্রী রোজিনা বেগম ও পারভীন বেগম সকলকে বরণ করা হয়। এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় ৬০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয় এবং ৩০০ জনের চক্ষু পরীক্ষা করার উদ্যোগ নেয়া হয়। চক্ষু পরীক্ষা শিবিরে সহায়তা করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ চিন্ময় সরকার সহ তার চক্ষু চিকিৎসা সংস্থা নয়নিকা। এদিন বিধায়ক অলোক মাঝি জানান একমাস ব্যাপী যুব তৃনমূলের উদ্যোগে ৫০০০ ইউনিট রক্তদান কর্মসূচির আজ মেমারি ও ও জামালপুরের পাঁচড়া স্কুলে শুভসূচনা হচ্ছে। তিনি আশাবাদী পাঁচ হাজার ইউনিট এর থেকেও অনেক বেশি রক্ত সংগ্রহ হবে। এই কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য‍্য বলেন যুবর উদ্যোগে যে একমাস ব্যাপী রক্তদান শিবির করা হচ্ছে সেখানে মূল সংগঠন এবং বিধায়ক সর্বদা তাদের পাশের থাকছেন এবং তাদের এই কর্মসূচিতে সর্বতোভাবে উৎসাহিত করবেন।

Leave a Reply