সেখ সামসুদ্দিন, ২৮ জানুয়ারিঃ মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের উদ্যোগে দুর্গাচরণ মেমোরিয়াল ট্রাস্ট ও ক্যারিয়ার কোর্সেস-এর সহযোগিতায় সূচনা হলো জয়েন্ট, নিট, আইআইটি, পরীক্ষার ফ্রি কোচিং সেন্টার ‘উন্মেষ’। আজ মেমারি কৃষ্টি প্রেক্ষাগৃহে বিকাল ৩ টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই ফ্রি কোচিং সেন্টারের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য‍্য, ক্যারিয়ার কোর্স এর সিইও রানা প্রতাপ সিং, ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের পূর্ব বর্ধমান জোনাল ম্যানেজার পার্থ প্রতিম দত্ত, বিদ্যুৎ দপ্তর এর মেমারির ডিভিশনাল ম্যানেজার অনুপ কুন্ডু, মেমারি চক্রের এসআই ভজন ঘোষ, সাতগেছিয়া চক্রের ইন্দ্রাণী আচার্য সহ আরো দুই চক্রের এসআই সৌম‍্য ঘোষ ও শ‍্যামল জানা, মেমারি থানার ওসি সুদীপ মুখার্জী, মেমারি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, প্রদেশ তৃণমূল কংগ্রেস সদস্য অচিন্ত্য চ্যাটার্জী, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, প্রাক্তন কাউন্সিলার চিরঞ্জীব ঘোষ, পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য পল্লব চ্যাটার্জী, সমাজসেবী গৌতম চ্যাটার্জী, রামকৃষ্ণ হাজরা, সবুরউদ্দিন শেখ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রোগ্রামের শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিক্ষক তাপস ভট্টাচার্য‍্য। এদিন শতাধিক ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতিতে এদিন অনলাইনে প্রশিক্ষণের নিয়ম বিধি সহ সহ কিভাবে এই কোচিং সেন্টার প্রশিক্ষণ দেবে তার বিস্তারিত অবগত করা হয়। বিধায়ক বলেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই উদ্যোগ নিয়ে উন্মেষ নামক ফ্রি কোচিং সেন্টার চালু করা হল। রানা প্রতাপ সিং বলেন ‘ফ্রি কোচিং সেন্টার নামেই, পেড কোচিং সেন্টারের সঙ্গে কোন পার্থক্য থাকবে না। দায়িত্ব নিয়ে বলতে পারি এবং অত্যন্ত যত্নের সঙ্গে সারা পশ্চিমবাংলার হাজার হাজার ছাত্র-ছাত্রীকে প্রশিক্ষণ দিচ্ছেন।’ বিদ্যুৎ দপ্তর এর জোনাল ম্যানেজার বলেন বলেন তার বাবার স্মৃতি রক্ষার্থে দুর্গাচরণ মেমোরিয়াল ট্রাস্ট গঠন করা হয়েছে এবং এই ট্রাস্টের মাধ্যমে মেধাবী ছাত্র-ছাত্রী রা যাতে ফ্রি কোচিং এর মাধ্যমে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তার উদ্যোগ নিয়েছেন। এদিন প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী এই কোচিং সেন্টারে অংশগ্রহণ করেন

Leave a Reply