মেঘ বৃষ্টি আকাশ
সোমা দেবনাথ দাস,
মেঘ বলল বৃষ্টিকে
বন্ধু হবি মোর?
বৃষ্টি বললে সঙ্গে আছি
চিন্তা কিরে তোর?
আমার হৃদয়ের কালো মেঘ গুলো
তুই বৃষ্টি হয়ে ঝরিয়ে দিস।
আকাশ সব শুনছিল চুপি চুপি
হঠাৎ বলল আমি কি তোদের
বন্ধু হতে পারি?
মেঘ বৃষ্টি বলল নিশ্চয় হবি
আকাশ বৃষ্টি মেঘ
একই সাথে একই ফ্রেম
হবে যে ছবি।
এর চেয়ে ভালো খবর আর কি?
আকাশের বুকে মেঘ উড়ে উড়ে রবে-
বৃষ্টি শুধু ঝরবে মাটির বুকে।
শস্য শ্যামলা হবে বঙ্গভূমি,
আমাদের সবার মাতৃভূমি।
মেঘ বৃষ্টি আকাশের বন্ধুত্ব
অটুট হয়ে রবে,
সারা জীবন হাতে হাত ধরে।
চলুক তাদের দুষ্টু মিষ্টি খেলা,
আমাদের সকলের সাথে
নিরবে নিভৃতে।