তারাপীঠে রাস্তার ধারে ফেলে আসা মানসিক ভারসাম্যহীন ছেলেকে বাড়ি ফেরালেন সালানপুর ব্লকের তৃণমূলের নেতা ভোলা সিং
কাজল মিত্র :- হা শুনতে অবাক লাগারই ঘটনা ঘটনাটি সালানপুর ব্লকের রূপনারায়নপুর এর ঘটনা।যা নিজেরই পিতা মানসিক ভারসাম্য হীন ছেলেকে ঘুরতে নিয়ে গিয়ে ছেড়ে চলে আসে।এমনি এক আমানবিকতার চূড়ান্ত নিদর্শন দেখালেন রুপনারায়নপুর এর বাসিন্দা অমলেন্দু মল্লিক।আর সেই খবরপেয়ে স্থানীয় এক সমাজকর্মী সাংবাদিককে জানান এর পরেই সাংবাদিক সঙ্গে সঙ্গে পুলিশের সাথে এবং স্থানীয় তৃণমূল ব্লক সাধারণ সম্পাদক বিজয় সিং তথা ভোলা সিং এর সাথে কথা বলেন। এর পরেই
রুপনারায়নপুর পুলিশ অমলেন্দু বাবুর বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলে এবং সমস্ত বিষয়টি শোনেন।এবং তাদের ছেলেকে ফিরিয়ে আনার জন্য বলেন।
তবে সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং খোঁজ খবর নিয়ে নিজে তৎপরতার সাথে তার সঙ্গী আশু তেওয়ারীকে নিয়ে মঙ্গলবার রাতেই তারাপীঠ বেরিয়ে পড়েন এবং সেখানে গিয়ে ওই মানসিক ছেলেটি কে উদ্ধার করেন।
ঘটনার সম্পর্কে জানা গেছে রুপনারায়ণপুরের মহাবীর কলোনির সাবান কারখানা এলাকার বাসিন্দা অমলেন্দু মল্লিক তার ২২ বছরের মানসিক ভারসাম্য হীন পুত্র সুমিত মল্লিক কে নিয়ে একবন্ধুর সাথে সোমবার তারাপীঠের একটি লজে পৌঁছন।সেখানে পুজো দিতে গিয়ে তার ছেলেকে এক জায়গায় দারকরিয়ে যান এবং ছেলেটিকে বলে সেখানেই যেন দাঁড়িয়ে থাকে কিন্তু বহু সময় পেরিয়ে গেলেও যখন ওই ছেলেটির বাবা ফিরে আসেন তখন কাঁদতে শুরু করে এরপর স্থানীয়রা ছেলেটির কান্না দেখে তারাপীঠ ফাঁড়িতে খবর দেয় সেখানথেকে পুলিশ ছেলেটিকে উদ্ধার করে বিভিন্ন হোটেলে খোঁজ খবর নেই ।এরপরেই যে হোটেলে ছেলেটি ছিল সেই হোটেলএর কর্মচারী রা ছেলেটিকে চিনতে পারে তারপর রেজিস্টার থেকে তার বাবার নম্বর বের করে বাবাকে খবর দেওয়া হয় ।তারাপীঠ পুলিশ ওই ছেলেটির বাবাকে ফোন করলে তার বাবা বলে ভুলকরে চলে এসেছে কিন্তু পরে ফোন করলে বাবার নম্বর বন্ধ পেয়ে সেখানকার হোটেল থেকে রূপনরায়নপুর এর বাসিন্দা স্বপন দাঁ কে ফোন করেন এবং বিষয়টি জানান তারপরেই বিষয়টি রূপনরায়নপুর পুলিশ ও তৃণমূল নেতার কানে যেতেই তৃণমূল নেতা ভোলা সিং
সেখানকার হোটেলে ফোন করে তার থাকা ও খাওয়ার বাবস্থা করেন।