খায়রুল আনাম,
বীরভূম : পারিবারিক অশান্তির জেরে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ী মল্লারপুরের প্রচন্দ্রপুরে থাকছিলেন গৃহবধূ মালেকা বিবি (২৫)। বাপের বাড়ীতেও তাকে নিয়ে অশান্তি হওয়ায় কীটনাশক খান মালেকা বিবি। তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তিনি সেখানেই মারা গিয়েছেন।