ময়নায় বিজেপি কর্মী খুনের তদন্তে এনআইএ, জানালো হাইকোর্ট 

মোল্লা জসিমউদ্দিন, 

শুক্রবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ পূর্ব মেদিনীপুর জেলার  বিজয়কৃষ্ণ ভূঁইয়ার খুনে এনআইএ তদন্তের নির্দেশ দিল। হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে একের পর আইনজীবীরা চিঠি পাঠালেও সেটা কার্যকরে কেন্দ্র কোনও পদক্ষেপ না করায় ক্ষুব্ধ কলকাতা  হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের  বিচারপতির নির্দেশ, ১৫ দিনের মধ্যে তদন্তের দায়িত্ব নিতে হবে এনআইএকে’। এই নির্দেশ কার্যকরের কথা জানিয়ে রিপোর্ট দিতে হবে ২৪ এপ্রিল। এদিন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছে -‘ এটা দুর্ভাগ্যের যে হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে কোনওরকম পদক্ষেপ করতে আগ্রহ দেখায়নি স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু কেন্দ্রের আইনজীবীরা নন, এএসজি গত ফেব্রুয়ারি নিজে চিঠি লিখে নির্দেশ কার্যকরের জন্য সুপারিশ করেছেন। তারপরেও কোনও উদ্যোগ দেখা যায়নি স্বরাষ্ট্রমন্ত্রকের’। আদালতের নির্দেশ কার্যকরে কেন্দ্র কোনো পদক্ষেপ না করায় শুক্রবার শুনানির সময়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত।  ‘একইসঙ্গে এদিন ২৪ এপ্রিলের মধ্যে নির্দেশ কার্যকর করে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।উল্লেখ্য,  গত বছর মে মাসে পূর্ব মেদিনীপুরের ময়নায় খুন হন বিজেপির কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইঞা। সেই খুনের ঘটনায় তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। প্রথমে বিজেপি নেতা খুনের মামলায় এসডিপিও-কে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।সংশ্লিষ্ট মামলাটিতে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযুক্তদের নামও বাদ দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই গত ফেব্রুয়ারি মাসে মামলাটিতে এনআইএ-কে যুক্ত করে হাইকোর্ট। তবে কলকাতা হাইকোর্টের  নির্দেশের পরও কেন্দ্রের ভূমিকায় অসন্তুষ্ট হন বিচারপতি। শেষমেশ বিজেপি কর্মী খুনের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।আগামী ২৪ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। 

Leave a Reply