মজবুত আইনী রক্ষাকবচ চেয়ে ডিভিশন বেঞ্চে অর্জুন, আজ শুনানি?
মোল্লা জসিমউদ্দিন ,
মৌখিক নয়,লিখিত আইনী রক্ষাকবচ চাইছেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সেইসাথে সিঙ্গেল বেঞ্চের পরবর্তী শুনানি পর্যন্ত চাইছেন আইনী স্বস্তি। এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেলেন বিজেপি নেতা অর্জুন সিং। অর্জুন সিংয়ের আইনজীবী জানান , -‘সিঙ্গল বেঞ্চের নির্দেশে আপত্তি নেই। আদালতের নির্দেশ মেনে তাঁর মক্কেল হাজিরা দেবেন সিআইডির সামনে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ ডিসেম্বর।কিন্তু ওই সময় পর্যন্ত রক্ষাকবচ পাচ্ছেন না অর্জুন সিং। রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হোক। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আজ অর্থাৎ বুধবার শুনানির সম্ভাবনা।প্রসঙ্গত, এখনও পর্যন্ত আদালতের নির্দেশ অনুযায়ী, নৈহাটি উপনির্বাচনের ভোটগ্রহণ মিটলে সিআইডির ডাকে হাজিরা দিতে হবে বিজেপি নেতা অর্জুন সিংকে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশমতো নতুন করে অর্জুন সিংকে নোটিস পাঠাবে সিআইডি।আগামী ১৪ নভেম্বর বেলা সাড়ে ১১টায় সময় তাঁকে সিআইডির দফতর ভবানী ভবনে হাজিরা দিতে হবে। ওই বিজেপি নেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। ভাটপাড়া পুরসভার দুর্নীতির মামলায় অর্জুনকে তলব করে সিআইডি। কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। ভাটপাড়া পুরসভা দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে বিজেপি নেতা অর্জুন সিং-কে নোটিস পাঠিয়েছিল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। ১২ নভেম্বর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তবে তার আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। আদালতে নোটিস খারিজের আবেদন জানান তিনি। অর্জুন অভিযোগ, -উপনির্বাচনের আগে তাঁকে হেনস্থা করতেই এই নোটিস পাঠানো হয়েছে’। গত সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ নির্দেশ দেন, মঙ্গলবার নয় আগামী ১৪ নভেম্বর জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি।এরপর মঙ্গলবার ফের হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন। তাঁর আশঙ্কা ১৪ নভেম্বর তাঁকে জিজ্ঞাসাবাদের পর হয়ত গ্রেফতার করতে পারে রাজ্যের তদন্তকারী সংস্থা। সেই কারণেই আগেভাগে রক্ষাকবচ চেয়েছে আদালতে বিজেপি নেতা। উল্লেখ্য, ২০১০ থেকে ২০১৯ সালে কিছুটা সময় পর্যন্ত তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং। এরপর যোগ দেন বিজেপিতে। প্রার্থী হন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। সেই নির্বাচনে জিতে সাংসদও হন। ২০২০ সালে অর্জুনের আমলে ভাটপাড়া পুরসভায় দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ, ভাটপাড়া পুরসভার নালা সংস্কারের নামে টেন্ডার ডাকা হয়েছিল। টেন্ডার পায় অর্জুন ঘনিষ্ঠ একটি সংস্থা। সাড়ে চার কোটি টাকার দুর্নীতির অভিযোগ। পুরনো সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য অর্জুনকে নোটিস পাঠিয়েছিল সিআইডি।আজ অর্থাৎ বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অর্জুনের মামলার শুনানি রয়েছে।