আমিরুল ইসলাম,
মঙ্গলকোটের দেউলিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলে বিধায়ক অপূর্ব চৌধুরী।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথামতো মঙ্গলকোট ব্লক এ মোট 17 টি উপ-স্বাস্থ্যকেন্দ্র নতুনভাবে হবে।
তাই মঙ্গলকোটের দেউলিয়া গ্রামে একটি উপস্বাস্থ্যকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক অপূর্ব চৌধুরী।
পাশাপাশি এই গ্রাম থেকে অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে যেতে গেলে অনেক রাস্তা যেতে হতো।
তাই গ্রামের মানুষ যাতে বাড়ির কাছে তারা স্বাস্থ্যপরিসেবা পায় সেই লক্ষ্যে এই উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন জানালেন বিডিও জগদীশচন্দ্র বারুই।
উপস্থিত ছিলেন,
বিডিও জগদীশ চন্দ্র বারুই, বিধায়ক অপূর্ব চৌধুরী, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর জুলফিকার আলী, জনস্বাস্থ্যের কর্মদক্ষ মেহুবুব চৌধুরী, পূর্ত কর্মদক্ষ মুন্সি রেজাউল হক ,পঞ্চায়েত প্রধান হাসনা বানু বেগম, উপপ্রধান শান্ত সরকার।
এই উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হয়, খুশি গ্রামের মানুষজন।