জাহিরুল হক (রাজা মাস্টার),
পালিশগ্রাম মাইনোরিটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং বি পজেটিভ এর সহায়তায় মঙ্গলকোট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে মঙ্গলকোট ব্লক এর 15 টি উপ-স্বাস্থ্যকেন্দ্র কে করোনা হেলথ কিট প্রদান করা হয়। এই হেলথ কিটের মধ্যে ছিল দুটি ডিজিটাল থার্মোমিটার,একটি থার্মাল গান, একটি ডিজিটাল পালস অক্সিমিটার, কুড়ি পিস ওআরএস, চার পিস হ্যান্ড স্যানিটাইজার,তিনশ পিস মাস্ক এবং মহিলাদের বিভিন্ন রকমের প্রয়োজনীয় ঔষধ। আজ কে এই করোনা হেলথ কিট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর জুলফিকার আলি মহাশয়, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন সরকার মহাশয়, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির জনস্বার্থ কর্মাধ্যক্ষ মেহেবুব চৌধুরী সহ বিশিষ্টজনেরা। মঙ্গলকোট ব্লক স্বাস্থ্য আধিকারিক জুলফিকার বাবু বলেন,এই সংস্থার পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে করোনা হেলথ কিট দেওয়াতে ব্লকের বিভিন্ন অঞ্চল খুবই উপকৃত হবে। তার জন্য পালিশ গ্রাম মাইনোরিটি ওয়েলফেয়ার সোসাইটি এবং বি পজেটিভ সংস্থাকে তিনি ধন্যবাদ জানান। পালিশ গ্রাম মাইনোরিটি ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শেখ বশির উদ্দিন সাহেব বলেন, আমাদের সংস্থা থেকে 15 টি করোনা হেলথ কিট মঙ্গলকোট ব্লক এর 15 টি উপস্বাস্থ্য কেন্দ্র কে প্রদান করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। এছাড়া তিনি আরও বলেন মঙ্গলকোট ব্লকে মোট 38 টি উপস্বাস্থ্য কেন্দ্র আছে, সব উপস্বাস্থ্য কেন্দ্র কে করোনা কিট দিতে পারা যায়নি, তাই বাকি তেইশটা উপস্বাস্থ্য কেন্দ্র কে যাতে এই করোনা হেলথ কিট প্রদান করা যায় সে ব্যাপারে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।