আমিরুল ইসলাম
মঙ্গলকোটের একটি স্বেচ্ছাসেবী সংস্থার অফিস রুম থেকে চুরি যাওয়া কম্পিউটার উদ্ধার করল মঙ্গলকোট থানার পুলিশ, গ্রেফতার ১।
সপ্তাহখানেক আগে মঙ্গলকোটের বরাগড় গ্রামের হালিমপুর গ্রামক সেবা সমিতির অফিস রুম থেকে চুরি গিয়েছিল কম্পিউটার সহ সমস্ত সামগ্রী।
হালিমপুর গ্রামক সেবা সমিতির সভাপতি গোলাম রসুলের লিখিত অভিযোগ জানান মঙ্গলকোট থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মঙ্গলকোট থানার পুলিশ। মঙ্গলকোট গ্রাম থেকে গতকাল রাত্রে ফিরোজ শেখ নামে এক যুবককে গ্রেফতার করে ।
তার কাছ থেকে একটি মনিটর, ইউ,পি,এস, সি,পি,ইউ ,কিবোর্ড ,ও প্রিন্টার উদ্ধার করেছে পুলিশ।
ধৃতকে আজ পাঠানো হয়েছে কাটোয়া মহকুমা আদালতে।
মঙ্গলকোট থানার পুলিশ কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন হালিমপুর গ্রাহক সেবা সমিতির সভাপতি গোলাম রসূল। এই ঘটনায় মঙ্গলকোট থানার অপরাধ দমন শাখার সাব ইন্সপেক্টর উত্তম চন্দ্র সরকার, এএসআই কাকন কুন্ডু, ও তদন্তকারী পুলিশ অফিসার পুস্পেন দত্তের ভূমিকা গুরত্বপূর্ণ।