সেখ সামসুদ্দিন,

ভ্রাম্যমাণ পাঠশালা, স্কুলঘরে শিক্ষাগ্রহণ আজ শুধু স্বপ্নমাত্র। করোনার প্রকোপে স্তব্ধ প্রথাগত শিক্ষাব্যবস্থা। ছাত্রছাত্রী ভুলেই গেছে বইয়ের মুখ। ভুলতে বসেছে বর্ণ। ভুলে গেছে বড় হওয়া। শিশুরাই তো আমাদের ভবিষ্যৎ। আর আমাদের ভবিষ্যতের উপর এক কলঙ্কিত কালের ছাপ পড়ুক তা চাইনা মেমারির টিম প্রয়াস। রবিঠাকুর প্রকৃতির মুক্ত প্রাঙ্গণকেই বেছে নিয়েছিলেন শিশুদের মস্তিষ্কে প্রবেশ করতে, তাদের আদর্শ মানুষ তৈরি করতে। টিম প্রয়াসও চিন্তাভাবনার সূচনা করে ওখান থেকেই। স্কুল যতদিন বন্ধ, খোলা আকাশের নীচেই পড়াবে ছাত্রছাত্রীদের। তাই ‘ভ্রাম্যমাণ পাঠশালা’ শুরু করার পরিকল্পনা করেন। সাপ্তাহিক ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ছাত্রছাত্রীদের সাথে থাকার চেষ্টা করা হবে। তাদের পড়তে উৎসাহিত করা ও তাদের পড়ানোর কিছুটা দায়িত্ব নিচ্ছেন বলে জানানো হয় সংস্থার পক্ষ থেকে। আজ ২৬ সেপ্টেম্বর ভ্রাম্যমাণ পাঠশালার শুভ উদ্বোধন হয়। আজ স্থান ছিল দেউলিয়া ডিভিসি পাড়া। যেখানে প্রায় ৪০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে পাঠশালার কর্মসূচিতে। পাঠশালা শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে। অভিভাবকদের উপস্থিতি এবং এই কর্মসূচিতে তাদের সমর্থন ছিল চোখে পড়ার মত। আজ এই কর্মসূচি শুরু করতে পেরেছেন দুর্যোগের মধ্যেও। আগামী সপ্তাহ গুলিতেও এভাবেই নতুন নতুন এলাকায় পৌঁছে যাবে এই ভ্রাম্যমাণপাঠশালা। এবং কোনো ছাত্র-ছাত্রী যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় এবং মানসিকভাবে শিক্ষাবিমুখ হয়ে না পরে, বিদ্যালয়ছুট না হয়ে যায়, তাদের যে বেসিক পারদর্শিতা সেটা যাতে তারা অর্জন করতে পারে, সেই ক্ষুদ্র প্রচেষ্টা টিমপ্রয়াস শুরু করেছে এবং যতদিন না শিক্ষা প্রতিষ্ঠানগুলি আবার স্বাভাবিক ভাবে শুরু হচ্ছে এই প্রচেষ্টা চালিয়ে যাবেন। হয়তো সম্ভব নয় সমস্ত জায়গায় পৌঁছানো, সীমাবদ্ধতার মধ্যে যতটুকু সম্ভব করবেন। এলাকাবাসীরাও যদি এই উদ্যোগ নিয়ে নিজের নিজের এলাকার ছাত্রছাত্রীদের পড়ানোর দায়িত্ব নিতে পারেন। অথবা শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনে টিম প্রয়াসের কাছে পাঠিয়ে দিতে পারেন। দিতে পারেন তাদের উপযোগী শুকনো টিফিন। অথবা সরাসরি অনুদান পাঠাতে পারেন টিমের ব্যাঙ্ক একাউন্টে।
ACCOUNT DETAILS
*ACCOUNT NAME- MEMARI PROYAS EDUCARE FOUNDATION
*A/C NO- 3551803689
*IFSC-CBIN0283421
*BANK NAME- CENTRAL BANK OF INDIA
যোগাযোগ- 8158925832 (PROYAS OFFICE)
#team_proyas

Leave a Reply