সেখ সামসুদ্দিন, ১৫ মেঃ বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে মেমারি স্বপ্নভূমি ও টিম সময়ের যৌথ সহযোগিতায় আজকের এই রক্তদান শিবির মেমারি শহরের ডাকবাংলাতে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক আশরাফ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী মহঃ সমিম, ফারুক আব্দুল্লাহ, সন্দীপ প্রামানিক, শেখ সাদেক, স্বপ্নভূমি সম্পাদক শেখ সৈকত সময় এর পক্ষে কোষাধ্যক্ষ শেখ আলমগীর ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের এই সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করে সেখ সাইদুল ইসলাম। এদিন ভ্রাম্যমান ব্লাড ব্যাঙ্কের বাসে মোট ৬০ জন মহিলা ও পুরুষ রক্ত দেন।