ভুল
মহুয়া গাঙ্গুলী
ভুলগুলো ঐ তারাদের মতোই
কখনোও পূব আকাশের আর এক শুকতারা,
সন্ধ্যায় পশ্চিম হয়ে সেই এক সন্ধ্যাতারা।
হাঁটতে হাঁটতেই যখন উত্তরে
হেমন্ত দোলা দিয়ে শিরশিরে
পড়ে যায় মুখোমুখি প্রশ্নে
বেসামাল হয়ে এক ধ্রুবতারা বনে !
আমিতো ভুলগুলোকে ক্ষত’র পাসওয়ার্ড করি :
খুললেই বুঝি ভুলগুলো সব পশ্চিমী শুক্রের মতো
রাত দিন গুলিয়ে শুধু অনুভূতি নিয়ে বাঁচে
তারাদের দেশেই ঢিমি ঢিমি আঁচে।