দুয়ারে সরকারে ভিড় সামলাতে আলাদা করে লক্ষ্মীর ভান্ডারের ক্যাম্প

জাহির আব্বাস

রাজ্যজুড়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে 25 থেকে 60 বছর পর্যন্ত মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
দুয়ারে সরকার ক্যাম্পগুলোতে জনসমাবেশ কমাতে বেশ কিছু জায়গায় শুরু হয়েছে দু তিনটি গ্রাম নিয়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্তির কাজ। তবে দুয়ারে সরকারের নির্দিষ্ট দিনের ক্যাম্পেও চলবে অন্যান্য প্রকল্পের পাশাপাশি লক্ষী ভান্ডার প্রকল্পে অন্তর্ভুক্তির কাজ।
সেইমতো বুধবার বর্ধমান 2 ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আটাঘর তাজপুর হাই মাদ্রাসায় একটি ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জানা গেছে, এখানে প্রায় সাড়ে চার শ জন মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করেন।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মেহবুব মন্ডল, পঞ্চায়েত প্রধান মধুছন্দা রায়, উপপ্রধান তুহিন-কোনার, জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সহ সভাপতি শরিফুল মন্ডল সহ প্রমুখ। ক্যাম্পে আগত মহিলারা দুয়ারে সরকারের ভিড় সামলাতে এমন ব্যবস্থাপনায় খুবই খুশি এবং তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে এজন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। ক্যাম্পটির ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন শরিফুল বাবু ।

Leave a Reply