ভালোবাসার ভুবন

মুনমুন মুখার্জ্জী

হেসে খেলে মিলেমিশে
সবার সাথে বাঁচি–
বেঁচে থাকার আনন্দেতে
আমি ভালো আছি।
চাই না যেতে কেটে দিয়ে
সুখের মায়াজাল,
এই পৃথিবী সুন্দর হবে
ধরলে নিজে হাল।
নিজের কাজটা করি যদি
সবাই নিজের থেকে–
ভালোবাসায় কাটিয়ে দেব
সবাইকে সাথে রেখে।
কিছু খারাপ ছিল, আছে,
থাকবে চিরকাল,
বিস্ফোরণ ঘটতে পারে
চটলে মহাকাল।
খারাপ হবে এই ভাবনা
ভাবি না কোনো ক্ষণে,
ভালোর পাল্লাটা বেশ ভারী
বিশ্বাস আছে মনে।
একদিন তো যেতেই হবে
আগে কিংবা পরে–
স্বপ্নের ঘোরে কাটিয়ে যাব
ততদিন সংসারে।

Leave a Reply