ভালোবাসা

সোমা দেবনাথ দাস

ভালোবাসা কারে কয়,
সে কি কেবলই যাতনাময়?

ভালোবাসা ,ভালোবাসা, ভালোবাসা,
যেখানে সব্যসাচী ঐন্দ্রিলা দিয়েছে
তাদের পবিত্রতা।

ভালোবাসা অনেক অনেক গল্প পড়েছি,
ইতিহাসের পাতায় পাতায়।
রোমিয়েট জুলিয়েট, শাহাজান মমতাজ, সাবিত্রী সত্যবান,।
এই প্রজন্ম যে দেখছে নিজের চোখে-
সব্যসাচী ঐন্দ্রিলার ভালোবাসার পবিত্রতার মান।

যেখানে নেই কোন মেকি, অসভ্যতা, বর্বরতা।
আছে শুধু উজাড় করা বাঁধনহারা ভালোবাসা।

আজ যেখানে ভালোবাসা
মাঠে, ঘাটে, ধুলায় পরে গড়ায়ে।

সেখানে সত্যিকারে ভালোবাসার
কজনই বা মূল্য দিতে জানে?

ভালোবাসা তারে কয়-
সত্যি করে ভালো করে,
যত্ন করে রাখতে যারে হয়।

সব্যসাচী দিয়ে চলেছে তার প্রমাণ,
ঐন্দ্রিলা সত্যি ভাগ্যবান,
তার ভালোবাসার সাথী
তাকে অনবরত, অবিরত
দিয়ে চলেছে যোগ্য সম্মান।

এই ভালোবাসার-নাই ক্ষয়, নাই বিনাশ,
আছে শুধু পবিত্রতা ভালোবাসার জয়।

যা দেখে হিংসা করুক
সকল প্রেমিক যুগল।

সব্যসাচী ঐন্দ্রিলা থাকুক
চিরকাল চিরজীবন একে অপরের
হৃদয়ের মাঝে।

এই ভাবেই থেকে যাক তারা,
আমাদের সকলের হৃদয়ের গভীরে
শ্রেষ্ঠ প্রেমিক যুগল হয়ে।

Leave a Reply