ভাতারে পথদুর্ঘটনায় আহত দুই সারমেয়, পশু হাসপাতালে নেই কেউ,
আমিরুল ইসলাম,
ভাতারের পৃথক দুটি পথ দুর্ঘটনায় আহত ২ সারমেয়দের পশু হাসপাতালে নিয়ে এলে চিকিৎসার গাফিলতি, স্থানীয়দের ব্যাপক বিক্ষোভ।ভাতারের মুরাতিপুরে পথ দুর্ঘটনায় আহত হয় একটি সারমেয় এবং বামশোর গ্রামে পথ দুর্ঘটনায় আহত হয় আর একটি সারমেয়। মুরাতিপুর গ্রামের বাসিন্দা আমির শেখ এবং বামশোর গ্রামের বেশ কিছু যুবক ওই দুটি সারমেয়কে নিয়ে আসে ভাতার পশু হসপিটালে ।দীর্ঘ তিন ঘন্টা বসে থাকার পরও কোনো চিকিৎসা হয়নি। এরপর ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ পশু হসপিটালে কোন চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না।মুরাতিপুর এর বাসিন্দা আমির শেখ জানান, -‘আমি সকাল আটটার সময় ব্লক হসপিটালে আসি একটি গুরুতর আহত সারমেয়কে নিয়ে। কিন্তু সাড়ে দশটা পর্যন্ত অপেক্ষা করলেও হসপিটাল খোলেনি। এরপর এক কর্মী হসপিটাল খুললেও তিনি জানান আজ ডাক্তারবাবু আসবেন না। এবং প্রয়োজনীয় ওষুধ নেই লিখে দিচ্ছি দোকান থেকে নিয়ে আসুন ।কেন এ ধরনের ব্যবহার ? যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন চিকিৎসাব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে অথচ হসপিটালে কোন উন্নতি হয়নি। আমি চাই অবিলম্বে প্রশাসনকে দৃষ্টিপাত করুন’।এরপর হসপিটালের ডাক্তার বাবু আসবে না শুনে স্থানীয়রা ব্যাপক বিক্ষোভ দেখায়।কর্মরত এক আধিকারিক বলেন -‘বিশেষ কারণে আজ ডাক্তারবাবু আসবেন না, ওষুধ ঠিকঠাক সাপ্লাই নেই তাই দিতে পরিষেবা দিতে পারছি না’। সব মিলিয়ে চিকিৎসার পরিষেবা ঠিকঠাক না পাওয়ায় ব্যাপক বিক্ষোভ দেখানো হয় হসপিটালের সামনে ।