সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান) ধর্ম হোক যার যার উৎসব হোক সবার। উৎসবের প্রাক্কালে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আবারও এগিয়ে এলেন ভাতাড়ের মোহনপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্ত। পাশাপাশি ভাতাড়ের কামারপাড়ায় আমপুকুর পাড় এলাকায় নয়ন সামন্তের উদ্যোগে নির্মীয়মান ক্লাবের শুভ উদ্বোধন হয়। জানা যায় পূর্ব বর্ধমানের ভাতাড়ের কামারপাড়ায় শ্মশান কালী মায়ের পুজো। পুজো উপলক্ষে অসহায় মানুষদের পাশে থাকার উদ্যোগ নেন বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্ত। এদিন কয়েকশো মানুষের হাতে নতুন পোশাক তুলে দেন নয়ন বাবু। পুজোর মুখে নতুন পোশাক পেয়ে খুশি এলাকার মানুষজন। ভাতাড়ের বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্ত বলেন, উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যে তাঁর সামান্য প্রয়াসে অসহায়দের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভাতাড়ের কামারপাড়া আমপুকুরপাড় এলাকায় একটি ক্লাব ঘর দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়েছিল। এলাকার যুবকরা দীর্ঘদিন ধরে ক্লাব নির্মাণ করে দেওয়ার জন্য তাঁর কাছে আবেদন জানিয়েছিলেন। যুবকদের আবেদনের সাড়া দিয়ে তিনি ক্লাবটি নির্মাণ করেন। এদিন ফিতে কেটে নবনির্মিত ক্লাব ঘরটির উদ্বোধন করেন নয়ন বাবু। স্থানীয়রা জানান, যেকোনো সময়ে আপদে বিপদে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন সমাজসেবী নয়ন সামন্ত। তাঁর এই সামাজিক কাজকর্মের প্রশংসা করেছেন স্থানীয়রা।

Leave a Reply