ভাইস চেয়ারম্যান কে নিয়ে মিথ্যা মামলা, মামলাকারীর আইনজীবী কে আর্থিক জরিমানা
মোল্লা জসিমউদ্দিন ,
মিথ্যা অভিযোগে মামলা দাখিল করার জন্য মামলাকারীর আইনজীবী কে পনেরো হাজার টাকার আর্থিক জরিমানার নির্দেশ আদালতের।শুক্রবার এই নির্দেশ জারি করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের । তাঁর বিরুদ্ধে জোড়া অভিযোগ করেছিলেন মামলাকারী। ১/ দেবজ্যোতির পাসপোর্টে লেখা আছে তিনি এইট পাশ।
তাহলে তিনি শিক্ষকতার চাকরি করেন কী করে? ২/, টাকার বিনিময়ে নিয়োগ করিয়ে দিয়েছেন দেবজ্যোতি। গত বুধবার সেই মামলার শুনানির পর বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন শুক্রবার দেবজ্যোতিকে সশরীরে আদালতে হাজির হতে হবে। এ ব্যাপারে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে আদালত নির্দেশ দিয়েছিল, ভাটপাড়ার ভাইস চেয়ারম্যানের হাজিরা নিশ্চিত করতে হবে তাঁকে। এদিন আদালতে হাজির হয়ে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান তাঁর শিক্ষাগত যোগ্যতার নথি পেশ করেন এবং জানান তিনি শিক্ষকতায় বেতন এবং পুরসভার ভাতা নেন। তারপরেই ভুল তথ্য দেওয়ায় মামলাকারীর আইনজীবীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ৬ জানুয়ারির মধ্যে আইনজীবীকে ওই টাকা দিতে হবে বলে নির্দেশে জানানো হয়েছে । গত বুধবার বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাইমারি শিক্ষক নিয়োগের এক মামলার শুনানি ছিল। সেই শুনানিতে মামলাকারীর আইনজীবী আদালতে জানিয়েছিলেন, -‘ কোয়েনা দে নামে এক মহিলার কাছ থেকে নিয়োগ করিয়ে দেবেন বলে দেবজ্যোতি ঘোষ টাকা নিয়েছেন। দেবজ্যোতি ঘোষের পাসপোর্টে লেখা আছে তিনি নাকি অষ্টম শ্রেণি পাশ! তাহলে কীভাবে তিনি প্রাথমিকে চাকরি পেলেন সেই নিয়েও প্রশ্ন ওঠে’।দেবজ্যোতি শুধু ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান নন। পাশাপাশি একজন প্রাথমিক শিক্ষক। শুধু তাই নয় প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটির সদস্যও তিনি। এদিন দেবজ্যোতির সমস্ত নথি দেখে মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।এর পাশাপাশি আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছেন মামলাকারীর আইনজীবী কে।