সেখ সামসুদ্দিনঃ আজ বুধবার বিকাল ৪ টায় বড়শুল কিশোর সংঘের সূবর্ণ জয়ন্তী বর্ষে ৩৬ তম শ্যামাপূজার মন্ডপ ও প্রতিমা উদ্বোধন করা হয়। এছাড়াও ১০০টি কম্বল ও ৫০ টি শাড়ি বিতরন করা হয়। একজন প্রতিবন্ধী মানুষকেও প্রতিবন্ধী ট্রাই সাইকেল দেওয়া হয়। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক, সহকারী পুলিশ সুপার ডিএনটি সৌরভ চৌধুরী, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার, শক্তিগড় থানার ওসি কুনাল বিশ্বাস, বড়শুল ২ গ্রাম পঞ্চায়েত প্রধান সুস্মিতা সরেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মঞ্চ থেকে ১০০ জনকে শীতবস্ত্র কম্বল ও ৫০ জনকে তাঁতের শাড়ি প্রদান করার পাশাপাশি এক প্রতিবন্ধী যুবকের হাতে একটি ট্রাইসাইকেল তুলে দেন অতিথিবর্গ। পরে অতিথিবৃন্দ একযোগে মন্ডপের ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে কিশোর সংঘের কালীপুজোর উদ্বোধন করেন। এই পুজোর কদিন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান প্রোগ্রাম রেখেছে।