Spread the love

ব্লকের নির্মলতা বাড়াতে প্রকল্পের সূচনা মঙ্গলকোটে 

আমিরুল ইসলাম,
 

;বিশ্ব শৌচাগার দিবস কে সামনে রেখে মঙ্গলকোটে ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ প্রকল্পের সূচনা করলেন স্থানীয় বিধায়ক।পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক ও মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে শুক্রবার  বিশ্ব শৌচাগার দিবসকে সামনে রেখে ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ প্রকল্পের সূচনা করলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী।
মূলত মিশন নির্মল বাংলা কর্মসূচিকে সামনে রেখে এই প্রকল্পের সূচনা হয়।এই প্রকল্পের মাধ্যমে এলাকাকে স্বচ্ছ এবং পরিষ্কার রাখা যাবে বলে জানাযন  বিধায়ক অপূর্ব চৌধুরী।মঙ্গলকোট ব্লক আধিকারিক জগদীশচন্দ্র বারুই জানান, -“বাড়ির মধ্যে যে সমস্ত আবর্জনা জমছে তা এলাকার মানুষজন ড্রেনে বা বাড়ির সামনে ফেলে দিচ্ছেন। এই প্রকল্পের মাধ্যমে ওই সমস্ত আবর্জনা আমরা একত্রিত করে একটি ভ্যান এর মাধ্যমে বহন করে  অজয় নদীর ধারে আমরা সেগুলিকে সার হিসাবে তৈরী করব। একদিকে যেমন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অপরদিকে জৈবসার উৎপন্ন হবে’। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, বিডিও জগদীশচন্দ্র বারুই, মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, মঙ্গলকোট ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর জুলফিকার আলী প্রমুখ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *