খায়রুল আনাম,
বীরভূম : মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ও খড়গ্রাম এলাকার উপর দিয়ে প্রবাহিত ব্রাহ্মণী নদীর উপরে অপোক্তভাবে একটি দীর্ঘ ঝুলন্ত সেতু তৈরী করে নিয়মিত মোটা অঙ্কের অর্থ রোজগার করে আসছিল ক্ষমতাসীন একটি শ্রেণি। এই ঝুলন্ত সেতুটির স্বাস্থ্য কখনও পরীক্ষা করা হয়নি। ব্রাহ্মণী নদীর উপরের এই ঝুলন্ত সেতুটি রাস্তার দূরত্ব কমাতে বীরভূম জেলারও বহু গাড়ি চালক ব্যবহার করতেন। ঝুলন্ত সেতুটির ধারণ ক্ষমতা নিয়ে সাধারণের যেমন কোনও ধারণা ছিলো না তেমনি প্রশাসনের পক্ষ থেকে এ দিকে দৃষ্টি দেওয়া হতো না কোনও এক অজ্ঞাত কারণে। এলাকার মানুষ চাইতেন, বিপদজনকভাবে পারাপারের পরিবর্তে এখানে একটি স্থায়ী কংক্রিটের সেতু হোক। কিন্তু তাও হয়নি। আর এবার সেই সেতুর উপর দিয়ে মারুতি গাড়ি পার করার সময় সেটি ঝুলন্ত সেতু ভেঙে হুড়মুড়িয়ে নদীতে পড়ে। ওই গাড়িটিতে মুর্শিদাবাদের একটি খারিজী মাদ্রাসার কয়েকজন ছিলেন। এই সময় ব্রাহ্মণী নদীতে জল তেমন না থাকায় গাড়িটি গভীর জলে পড়েনি। গাড়ির চালক-সহ আহত ৫ জনকে উদ্ধার করে স্থানীয় মানুষজন নিয়ে যান হাসপাতালে। এক্ষেত্রে প্রশাসনের উদাসীনতা দেখে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার মানুষজন।