খায়রুল আনাম,
লোকসভা ভোটে বীরভূমের ২ টি আসনের জন্যই প্রার্থীর নাম সামনে এনে বৃত্ত সম্পন্ন করলো বিজেপি। আর এক্ষেত্রে চমকও দিলো বিজেপি। সংরক্ষিত বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি তাদের প্রার্থী হিসেবে আগেই পিয়া সাহার নাম ঘোষণা করেছিলো। কিন্তু বীরভূম লোকসভা আসনের জন্য কোনও নাম ঘোষণা না করায়, এনিয়ে চর্চ্চা চলছিলো। বিজেপির প্রার্থী হিসেবে দুধকুমার মণ্ডল, জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম উঠে এলেও তা নিয়ে ধোঁয়াশা ছিলো। বীরভূম কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তিনবারের সাংসদ শতাব্দী রায়কে এবারও প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সেই থেকে এখানে অনেক বিজেপির প্রার্থী নিয়ে নানা মত উঠে আসছিলো। কিছুদিন আগেই দেবাশীষ ধর তার চাকরিতে স্বেচ্ছায় ইস্তফা দিয়ে তিরুপতি মন্দিরে পুজো দিতে চলে যান। তখন থেকেই তার নাম সামনে আসে। এবার বীরভূম লোকসভা কেন্দ্রে সেই নামেই শীলমোহর দিলো বিজেপি।