খায়রুল আনাম,
বীরভূম : সিউড়ীর খটঙ্গা গ্রামে দুপুরের দিকে একটি পূর্ণ বয়স্ক অজগর সাপ ঢুকে পড়লে গ্রামে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাঠিসোটা নিয়ে গ্রামের মানুষজন সাপটিকে কোনক্রমে আটকে রেখে বন দপ্তরে খবর দেন। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা গ্রামে এসে অজগর সাপটিকে ধরতে সমর্থ হন। পরে অজগরটিকে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। অজগরটি দৈর্ঘ্যে সাড়ে ছ-ফুট ও তার ওজন ছিলো সাত কেজি। বন দপ্তর সূত্রে বলা হয়েছে, অজগরটি খাদ্যের সন্ধানে কোনওভাবে লোকালয়ে চলে এসেছিলো।