Spread the love

বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে বিশ্ব উষ্ণায়ন রোধে চারাগাছ বিতরণ

সেখ রাজু ;

স্বয়ম্ভু এবং বিশ্বের স্রষ্টা বিশ্বকর্মা জয়ন্তী হল একটি হিন্দুধর্মীয় উৎসব । হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পুজো করা হয় । ভাতার গভর্নমেন্ট আইটিআই কলেজে বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে শনিবার  চারা গাছ বিতরণ করা হয় । পাশাপাশি বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে । কলেজের সকল ছাত্র-ছাত্রীদের একনিষ্ঠ উপস্থিতিতে কলেজ চত্বরে বিশ্বকর্মা দেবের পুজোর পর সভামঞ্চে কৃতি ছাত্রছাত্রীদের মানপত্র ও সার্টিফিকেট সহ বিশ্ব উষ্ণায়ন রোধে চারাগাছ তুলে দেন ভাতার গভর্মেন্ট আইটিআই কলেজের অধ্যক্ষ পরেশ পাল । সঙ্গে ছিলেন কলেজের অফিসার ইনচার্জ শান্তনু নন্দী, প্রশিক্ষক সূর্যকান্ত ভট্টাচার্য, সুমন আরশ, তপন করন, বিশিষ্ট সমাজসেবী শেখ ইমাম উদ্দিন সহ আরও অনেকে ।

কারিগরী শিল্প, যে দেবতার আরাধনা ছাড়া অসম্পূর্ণ থেকে যায়, তিনি হলেন বিশ্বকর্মা । ভাদ্রমাসের সংক্রান্তিতে দেবতাদের শিল্পের কারিগর বিশ্বকর্মার পুজো করা হয় । কারিগরি শিক্ষার অন্যতম পীঠস্থান হল ভাতার গভর্নমেন্ট আইটিআই কলেজ । এখান থেকে ছাত্র-ছাত্রীরা কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠা হওয়ার পথ অনুধাবন করেন । শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর মাধ্যমে সীমাবদ্ধ না থেকে বর্তমান জীবনযাত্রায় গাছের কতটা প্রয়োজন সে বিষয়ে সকল  ছাত্রছাত্রীদের অবগত করার লক্ষ্যেই চারা গাছ বিতরণ করা হয়ে থাকে । ২০২০-২১ এবং ২০২১-২২ এর শিক্ষাবর্ষে উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের একসাথে আন্তরিকতার মেলবন্ধন গড়ে ওঠে এই বিশ্বকর্মা পুজোতে । তাদের আগামী সময়ের জীবনের পথ যেন আরো মসৃণ হয় সেই শুভেচ্ছা প্রদান করেন উপস্থিত অধ্যাপক ও অধ্যাপিকারা । কলেজের ছাত্র-ছাত্রী ছাড়াও স্থানীয় এলাকার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করে । শতাধিক চারা গাছ বিতরণ করা হয় ।ভাতার গভর্নমেন্ট আইটিআই কলেজের অধ্যক্ষ পরেশ পাল জানান, -“কারিগরি শিল্পের দেবতার আরাধনার পাশাপাশি আমরা বিদ্যার দেবী মা সরস্বতীর পুজো সারম্বরে পালন করি । বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে বন্ধনের সংযোগ ঘটেছিল বিশ্বকর্মা পুজোতে । বিশ্ব উষ্ণায়ন পৃথিবীর অস্তিত্বের সংকটে আরোহন করছে । তাই ছাত্র-ছাত্রীদের বর্তমান জীবনে গাছের কতটা প্রয়োজন সে বিষয়ে অবগত করার লক্ষ্যেই প্রত্যেকের হাতে চারা গাছ আমরা তুলে দিতে পেরেছি” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *