বিশিষ্ট চিকিৎসক অশোক কুমার প্রধানের জীবন ও কর্মকাণ্ড নিয়ে পুস্তক
সম্প্রীতি মোল্লা, কলকাতা
ইউনেস্কোর সাংস্কৃতিক প্রকল্পের অধীনে কিংবদন্তি মহামানব ডাক্তার অশোক কুমার প্রধানের জীবন ও কর্মকাণ্ড নিয়ে তিন খন্ডের পুস্তক প্রকাশিত হলো। কলকাতার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে এক অনুষ্ঠানে এই পুস্তকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সেক্রেটারি স্বামী সুপর্ণানন্দ মহারাজ। তিনি বলেন, রাজ্যের পিছিয়ে পড়া নন্দীগ্রাম থেকে উঠে আসা এই চিকিৎসক রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত হয়ে হাজার হাজার গ্রামীণ মানুষের সেবা করে চলেছেন সম্পূর্ণ বিনামূল্যে। ক্যান্সার চিকিৎসায় তার চিকিৎসা পদ্ধতি এনে দিয়েছে অভাবনীয় সাফল্য। তার জীবন এবং কর্মকাণ্ড নিয়ে বই প্রকাশ করতে পেরে তিনি ধন্য।
ডক্টর অশোক প্রধান বলেন, স্বামীজি বলেছিলেন মানুষের সেবা করাই জীবনের মূল ধর্ম। তাই সেই সেবাকে পাথেয় করেই তিনি এগিয়ে চলেছেন।