Spread the love

তদন্তে সহযোগিতার শর্তে আইনীরক্ষাকবচ শুভেন্দু কে


মোল্লা জসিমউদ্দিন,

 
উপনির্বাচনের আগে বড়সড় আইনী স্বস্তি মিললো বঙ্গ বিজেপির অন্দরে।পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এলাকার বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী পেলেন বড়সড় আইনী রক্ষাকবচ। দাখিল হওয়া চারটি ফৌজদারি মামলা তো বটেই পরবর্তী কোন মামলা রুজু হলে গ্রেপ্তার করা যাবেনা শুভেন্দু অধিকারী কে। তবে তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে ‘অভিযুক্ত’ শুভেন্দু অধিকারী কে।কোনরকম কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করতে পারবেনা পুলিশ বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে উঠেছিল শুভেন্দুর দায়ের করা আগাম আইনী রক্ষাকবচ সংক্রান্ত মামলাটি।পূর্ব মেদিনীপুর জেলায় পাশকুড়া,নন্দীগ্রাম, কাঁথি থানায় রয়েছে চারটি ফৌজদারি মামলা।পাঁশকুড়ায় রয়েছে ছিনতাইয়ের অভিযোগ। নন্দীগ্রামে রয়েছে মারধরের অভিযোগ, কাঁথিতে রয়েছে ত্রিপল চুরির অভিযোগ। সর্বপরি শুভেন্দুর একদা দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যু মামলায় রয়েছে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ।রাজ্য তদন্তকারী সংস্থা  সিআইডির তরফে শুভেন্দু কে নোটিশ পাঠানো হলেও তাতে সাড়া দেননি শুভেন্দু।ঠিক এইরকম পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাখিল মামলাগুলির পুলিশ রিপোর্ট দেখে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার তদন্তে সহযোগিতার শর্তে এই আগাম আইনী রক্ষাকবচ টি দিলেন। এখন দেখার রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করে কিনা? তবে আজকের এই নির্দেশ উপনির্বাচনে আগে বঙ্গ বিজেপি কে অনেকখানি অক্সিজেন দিলো তা বলায় যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *