সেখ সামসুদ্দিনঃ আজ ২১ নভেম্বর ২৬৫ মেমারি বিধানসভা কেন্দ্রের সাধারণ জনগণের স্বার্থে বিধায়কের সহায়ক পরিষেবা কেন্দ্র চালু করা হল। পাড়ায় সমাধানের মতোই বিধায়ক সহায়ক পরিষেবা কেন্দ্র ধারাবাহিক চলবে। উপস্থিত ছিলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, পুরসভার সহ প্রশাসক কৃষ্ণপদ বিশ্বাস, প্রশাসক বোর্ডের সদস্য পল্লব চ্যাটার্জী, শহর সভাপতি স্বপন ঘোষাল, প্রাক্তন সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, সহ সভাপতি আশীষ ঘোষদস্তিদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের দাবি বা অভিযোগ নথিভুক্ত করেন ও বিধায়কের সঙ্গে কথা বলেন।

Leave a Reply