আজ সংবিধান দিবস আজকের দিনে রচিত হয়েছিল ভারতবর্ষের সংবিধান ১৯৪৯সালের ২৬শে নভেম্বর শুরু হয়েছিল l তাই আজকে রাজ্য বিধানসভায় বি আর আম্বেদকর এর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় .মুখ্য সচেতক নির্মল ঘোষ ও বিধায়ক ও অন্যান্য আধিকারিক গন ৷ ছবি সুবল সাহা

Leave a Reply