বিধানসভায় দলবদল নিয়ে আদালতমুখি শুভেন্দু
পারিজাত মোল্লা ,
বিধানসভার মধ্যেই দলবদল নিয়ে আদালত মুখি শুভেন্দু অধিকারী। যেভাবে বিধানসভার ভেতর তৃণমূলের মহাসচিব পার্থ চট্টপাধ্যায় এবং মন্ত্রী ফিরহাদ হাকিম সদ্য বিজেপি ত্যাগি সব্যসাচী দত্ত কে তৃণমূলের পতাকা দিয়ে দলে যোগদান কর্মসূচি গ্রহণ করেছেন।তাতে বিধানসভার মর্যাদা ক্ষুন্ন হয়েছে বলে দাবি এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।তিনি বলেছেন – “বিধানসভা গনতন্ত্রের মন্দিরের মত।সেখানে দলীয় অফিস করে ফেলেছে শাসক দল।” রাজ্যপাল এবং স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি আগামী নভেম্বর মাসে কলকাতা হাইকোর্টের দারস্থ হতে চলেছেন শুভেন্দু অধিকারী বলে জানা গেছে।একুশে বিধানসভা নির্বাচনে বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন ভঙ্গ হয়েছে। এই পরিস্থিতিতে মুকুল রায় সহ অনেকেই বিজেপি ছেড়ে পুরাতন দল তৃণমূল কংগ্রেসে ফিরছেন। তাতে নবতম সংযোজন সব্যসাচী দত্ত।