আজ বিকাশ ভবনে Tutors’ Welfare Association of India র তরফ থেকে ডেপুটেশন

দেওয়া হয় Commissioner of School & State Project Director এর কাছে ।

টিউশনরত স্কুলশিক্ষক দের নামের তালিকা জমা দেওয়া হয়েছে। প্রাথমিক , মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ।

উনারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন। সারা রাজ্যের টিউশনরত স্কুল শিক্ষক দের নামের তালিকা তুলে দেওয়া হয়েছে।

আজ Tutors’ Welfare Association of India র তরফ থেকে ২০০ অধিক গৃহ শিক্ষক উপস্থিত হয়েছিলেন।

Tutors’ Welfare Association of India র সর্বভারতীয় সম্পাদক সোহম বাবুর নেতৃত্বে ৫ জনের প্রতিনিধিদল আধিকারিকদের সাথে কথা বলেন।

সংগঠনের নেতৃত্ব আশা করছে আগামীদিনে সরকার যদি আইনের সঠিক প্রয়োগ করে তাহলে অন্তত ছাত্র ছাত্রীদের প্রজেক্ট ও প্রাকটিকালের নামে সরকারি স্কুল শিক্ষকরা টিউশন পড়তে বাধ্য করতে পারবেন না।

Leave a Reply