সাধন মন্ডল,

রানিবাঁধ সংলগ্ন বারিকুল থানার লাধনা A.V.I.E.A গাঁওতা পরিচালনায় ৩ লক্ষ ৫০ হাজার টাকার দুই দিনের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়ে গেলো শনিবার লাধনা সিদু কানহু ফুটবল মাঠে.।ফাইনাল খেলাতে পুরুলিয়া সিধু কানহু একাদশ ট্রাই বেকারে 5~4 বন্ধু একাদশ কলকাতা টিমকে হারিয়ে ফাইনাল খেলাতে জয়লাভ করলো.।ক্লাব সদস্য বিপ্লব পাল জানান ফাইনালেজয়ী দলকে এক লক্ষ কুড়ি হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়. ফাইনাল পরাজিত দলকে এক লক্ষ টাকা ও ট্রফি দেওয়া হয়. সেমিফাইনালের দুটি পরাজিত দলকে ৬৫ হাজার টাকা করে দেওয়া হয়. উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি. বারিকুল থানার আইসি অরুণকুমার খান ,রানী বাধথানার আইসি বিপ্লব পতি সহ বিশিষ্ট মানুষজন।খেলা পরিচালনা করেন রাজেশ চট্টরাজ.এই ফুটবল প্রতিযোগিতায় মোট 16 টি দল অংশগ্রহণ করেছিল দুদিনের এই ফুটবল খেলাকে কেন্দ্র করে এলাকায় ফুটবল প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো

Leave a Reply