সঞ্জয় হালদার,

পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের সুপুডি অঞ্চলের রোলাডি বুথে ৩৮টি পরিবার সিপিএম এবং বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, অঞ্চল সভাপতি চিত্ত মাহাত এবং বান্দোয়ান ব্লকের সভাপতি রঘুনাথ মাঝির রাজনৈতিক কর্মকৌশলে তৃণমূল পরিবারে যোগ দিয়ে মমতা ব্যানার্জির হাত কে শক্ত করার লক্ষ্যে মা মাটির মানুষের উন্নয়ন কর্মযগ্যে শামিল হলেন।
সভাপতি রঘুনাথ মাঝি এবং জেলা কমিটির সদস্য বিরেন বাবু নিজের হাতে পতাকা তুলে দিয়ে সাগত জানান তাদের। তাই গ্রামের সমস্ত শ্রেনীর মানুষের খুসির বাতাবরণ ভরে উঠে।।

Leave a Reply