সঞ্জয় হালদার,

পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বলরামপুর বিধানসভার বলরামপুর গ্রাম পঞ্চয়েতের এর বিজেপির 4 জন সদস্য ,রাজেশ গরাই,চিত্তরঞ্জন কৈবর্ত,কবিতা কুমার, ও মালতী মাহাত,এবং zp-11 এর মন্ডল সহসভাপতি দিলীপ কুমার,সহ 70 টি পরিবার ও বান্দোয়ান ব্লকের ধাদকা অঞ্চলের বিজেপি পঞ্চায়েত সদস্য পুষ্প মাহাত সহ শতাধিক পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া ও জেলা চেয়ারম্যান হংসেশ্বর মাহাতোর হাত ধরে। সভাপতি এবং চেয়ারম্যান তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন। উপস্থিত ছিলেন বান্দোয়ান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রঘুনাথ মাঝি ও ধাদকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুন সিং মহাশয়, যুব সভাপতি মেঘদূত মাহাত,বলরামপুর যুব সভাপতি সুপ্রিয় মুখার্জী।

Leave a Reply