যশোরে বিদ্রোহী প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
দক্ষিণ বাংলার অন্যতম সাহিত্য সংগঠন ‘বিদ্রোহী সাহিত্য পরিষদ’ (বিএসপি) যশোর এর মুখপত্র মহান বিজয় দিবস সংখ্যা ২০২২ ‘বিদ্রোহী’র প্রকাশনা উৎসব আজ বৃহস্পতিবার বিকালে যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোয়ার হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, বিশিষ্ট কলামিস্ট এবং কবি আমিরুল ইসলাম রন্টু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, কবি ও প্রাবন্ধিক বিভুতিভুষণ মন্ডল।
বিএসপি সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না। বক্তব্য রাখেন মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম, গবেষক মোহাম্মদ মনিরুজ্জামান, আমির হোসেন মিলন, নূরজাহান আরা নীতি, আহমেদ মাহবুব ফারুক, কাজী নূর, মোস্তাফিজুর রহমান প্রমুখ।