বাংলাকে বঞ্চনার প্রতিবাদে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের
সাধন মন্ডল বাঁকুড়া:———-১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনা টাকা সহ বিভিন্ন প্রকল্প থেকে বাংলাকে বঞ্চিত করার প্রতিবাদে, অবিলম্বে ১০০ দিনের টাকা দেওয়ার দাবিতে রাইপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিশাল জনসমাবেশ ও মিছিল রাইপুরে। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তালডাংরা বিধানসভার বিধায়ক অরূপ চক্রবর্তী ,পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, বিধায়ক মৃত্যুঞ্জয় মূর্মু, রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জগবন্ধু মাহাত ,মহিলা নেত্রী মৌ সেনগুপ্ত, রাইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মিনী মুর্মু প্রাক্তন সভাপতি সুলেখা মাহাত, রাইপুরের বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব তথা সমাজসেবী গণেশ মাহাত,বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলকা সেন মজুমদার, তৃণমূল নেতা তথা বাঁকুড়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত , ছাত্রনেতা তীর্থঙ্কর কুন্ডু ,যুব নেতৃত্ব সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। প্লেকার্ড ,ফেস্টুন নিয়ে বিশাল মিছিল রাইপুর বাজার পরিক্রমা করে মিছিলে কয়েক হাজার মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক অংশগ্রহণ করে। মিছিলটি রাইপুর সবুজ বাজারের চৌমাথা মোড়ে এসে শেষ হয় সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিগুলির কথা এবং মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি কথা তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ। পথসভায় রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু বলেন বলেন যে সরকার মায়েদের সম্মান দিতে পারেনা সেই সরকারের পদে থাকা উচিত নয়। কেন্দ্রের বিজেপি সরকার কে অবিলম্বে উৎখাত করতে হবে। আগামী ২৪ এর লোকসভা ভোটে বিজেপিকে কেন্দ্র থেকে বিতাড়িত করতে শপথ নিতে হবে আমাদের। সারা পৃথিবীতে মাতৃশক্তির সম্মান রয়েছে কিন্তু ভারতে বিজেপি নামক একটি অপদার্থের দল মায়েদের সম্মান। দিতে জানে না। তারা মেয়েদের অপমান করে এর ফল ওদের ভুগতেই হবে।পথসভাটি রাইপুর সবুজ বাজারে অনুষ্ঠিত হয় আজকের এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে কালো ব্যাচ পরে প্রতিবাদ জানান দলীয় কর্মী ও নেতৃবৃন্দ। আজকের মিছিলে মহিলাদের জনপ্লাবন লক্ষ্য করা যায়।