সাধন মন্ডল,

দক্ষিণ বাঁকুড়ার জনপ্রিয় শিক্ষক গীতিকার ,নাট্যকার, লোকসংস্কৃতি গবেষক তুলসী চরণ মণ্ডল সম্প্রতি করোণায় প্রয়াত হয়েছেন তার প্রতিষ্ঠিত গ্রামনিকা পত্রিকার স্মরণসংখ্যা প্রকাশিত হল আজ খাতড়া অবোধ ইনস্টিটিউশন এর হলঘরে। পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন খাতড়া মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল ।উপস্থিত ছিলেন বিশিষ্ট লোককবি কৃষ্ণ দুলাল চট্টোপাধ্যায় ,কবি মধুসূদন দরিপা ,ডক্টর রামপ্রসাদ বিশ্বাস, বেতারও দূরদর্শন শিল্পী সাধু চরণ দাস ,বিশিষ্ট সমাজসেবী আদিত্য কুমার মন্ডল, তুলসী বাবুর পুত্র গন ও পরিবারের অন্যান্য সদস্যরা এছাড়া অগণিত গুণমুগ্ধ বিশিষ্টজন ।সকলেই তুলসী বাবুরকর্ম জীবনের স্মৃতি চারণা করেন।

Leave a Reply