সাধন মন্ডল,

বাঁকুড়া রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে রামসাগর রামকৃষ্ণ সংঘের পরিচালনায় রামসাগর এলাকার ষাটজন অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হল ।বাঁকুড়া রামকৃষ্ণ মঠ ও মিশনের কর্মসচিব কৃত্তিবাসানন্দ জি অনুষ্ঠানে উপস্থিত থেকে দুস্থদের হাতে বস্ত্র তুলে দেন । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোমনাথ ঘোষ অমিত কর,চন্দনা দে, মধুসূদন রায়, জহর পাল, তরুণ দে, প্রশান্ত দে,বরুন প্রামাণিক ,গীতা দে হেমন্ত ব্যানার্জি প্রমূখ বস্ত্রদান অনুষ্ঠান উপলক্ষে ও রামকৃষ্ণ মঠ ও মিশনের কর্মসচিব কৃত্তিবাসানন্দ জি কে দেখার জন্য সংঘ প্রাঙ্গণে ভিড় লক্ষ্য করা যায।

Leave a Reply