মহরম,ঈদ এই দিনগুলোর মতন,কার্তিক পুজোর মতন পবিত্র দিনে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটি অন্তর্গত কয়েকজন শিক্ষিত মুসলিম সম্প্রদায়ের নাগরিকগণ দুঃস্থ মানুষদের কাছে খবর,ফল,মিষ্টি বিতরণ করেছেন।বছরের পবিত্র দিনগুলোর মধ্যে মহরম ও ঈদের পবিত্র দিনগুলতেও ওনার এই ভাবেই দুঃস্থ মানুষের পাশে থাকেন মানুষের সেবার জন্যে।এনাদের মধ্যে যাদের নাম উল্লেখযোগ্য হলেন বীরভূম জেলার নলহাটির কাঁটাগডিয়া গ্রামের অন্তর্গত জনাব আবুল কালাম এবং তাঁর সহধর্মিনী মজিবা বিবির সুযোগ্য পুত্র মেহেবুব হাসান। এই কাজ প্রধান মন্ত্রীর স্বচ্ছ ভারতের কাজের একটি অংশ।এই গঠনমূলক কাজের জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।

Leave a Reply