সোমনাথ ভট্টাচার্য,

আজ বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে নেহরু যুব কেন্দ্র (ভারত সরকার)ব্যাবস্থাপনা মেডিকেল কলেজ মর্নিং এর সহযোগিতায় একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বর্ধমান ডেন্টাল কলেজের মাঠে।

এই প্রতিযোগিতার বিভিন্ন জায়গার থেকে ষোলটি টিম অংশগ্রহণ করেছে।

প্রতিযোগিতার বিজেতা দলের হাতে ট্রফি এবং ,৭০০০ টাকা এবং বিজয়ী দলের হাতে ট্রফি এবং ৮০০০ টাকা তুলে দেওয়া হয়। এছাড়াও প্রত্যেকটি দলের ম্যান অফ দ্যা ম্যাচ এর হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এই খেলার বিজয়ী দল p d collection এবং বিজেতা দল হলো olimpus,

এই প্রতিযোগিতায় উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস,উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান রেঞ্জ ডিআইজি কারা সুবব্রত চট্টোপাধ্যায়,বর্ধমান সংশোধনাগারের চিফ কন্ট্রোলার আশীষ বণিক,পূর্ব বর্ধমান জেলার মহিলা থানার আধিকারিক বনানী রায়, বর্তমান সহযোদ্ধার সভাপতি ঋষি গোপাল মন্ডল,sompadok pritilata Banerjee, সহ-সভাপতি ফাল্গুনী দাস রজক, বিশিষ্ট নৃত্যশিল্পী মেহেবুব হাসান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই সহযোদ্ধার ছোট্ট ছাত্রী গৌতম দাসের যোগা নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের এক আলাদা মাত্রা এনে দেয়।

Leave a Reply