সঞ্জয় হালদার,

পুরুলিয়া জেলার অন্তর্গত বরাবাজার ব্লক এর ধেলাৎবামু অঞ্চলের বর্ধিত সভায় জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হংসেশ্বর মাহাত এর হাত ধরে ,তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন ,সরিষা বহাল এর বিজেপি সদস্য লতিকা মাহাত। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে পতাকা ধারণ করে বলে জানান ,লতিকা মাহাত।
উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হংসেশ্বর মাহাত ।
জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুদর্শন মাহাত
জেলা পরিষদ এর সদস্য শশধর মুদি ।
ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লম্বোধর মাহাত । সহ সভাপতি উত্তম মিশ্র , বরাবাজার ব্লক এর বর্ষিয়ান নেতা কাশীনাথ ঘোষ ,অঞ্চল সভাপতি ,গোলক বিহারী মাহাত , এ ছাড়াও উপস্থিত ছিলেন ,প্রধান, ও সদস্য গণ সহ অঞ্চল তৃণমূল নেতৃত্ব ।

Leave a Reply