Spread the love

বইমেলার থিম ‘স্বাধীন ভারতের প্রথম ও আদর্শ শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ’

সমীর দাস দক্ষিণ চব্বিশ পরগনা:- ২৮ তম দক্ষিণ ২৪ পরগনা জেলা বইমেলা ২০২২ -২৩ বিষয়ে এক বিষয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো জেলা গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে। এই বইমেলার উদ্বোধন হবে আগামী ২০ শে ডিসেম্বর বারুইপুর রেলমাঠে। আগামী ২০শে ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বর এই মেলার উদ্বোধক পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও প্রধান অতিথি গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, এছাড়া উপস্হিত থাকবেন বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি সহ ,সাংসদ, বিধায়ক,জেলা পরিষদের অধ্যক্ষ,উপাদ্যক্ষ,কর্মাধ্যক্ষ , ও আধিকারিক ,বিশিষ্ট অতিথিবৃন্দ।এছাড়া এই মেলা স্থায়ী সভাপতি জেলা শাসক সুমিত গুপ্তা ও সভাপতির আসন অলংকৃত করবেন জেলা সভাপতি সামিমা শেখ।এ বছর মেলার থিম’স্বাধীন ভারতের প্রথম ও আদর্শ শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ’।প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান,সভা,বিতর্ক সভা কবি সম্মেলন মঞ্চস্থ হবে, ৬৩টি পবিলিসার্স এর স্টল কে ঘিরে বলে জানান সাংবাদিক সম্মেলনে সভ্যাধিপতি সামিমা শেখ।এদিন সাংবাদিক দের কাছে জানালেন বেশ কিছু সরকারি প্রকল্পের , ক্ষুদ্র পত্র- পত্রিকার স্টল অলংকৃত করবে এই বইমেলায়।সব মিলিয়ে প্রত্যেক শিক্ষাবন্ধু,গ্রন্থকার কর্মী থেকে ছাত্র ছাত্রী ও বই প্রেমী সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয় ৭দিনের এই বইমেলায় উপস্থিত হতে এবং বই পড়ার আগ্রহ বৃদ্ধি করতে।অনলাইনের যুগে বই হয় উঠুক নিজস্ব সঙ্গী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *