এস মন্ডল,

, গত মঙ্গলবার কলকাতার হাতিবাগানে ফরওয়ার্ড ব্লকের জেলা অফিস উদঘাটন হলো। হাতিবাগানের বিধান সরনীর ‘সুভাষ  কর্নার’ এর তিনতলায় এই অফিস টি।প্রয়াত  বিধায়ক হেমন্ত বসুর ১২৭তম জন্মদিনে দলের নতুন কলকাতা জেলা দফতর চালু করল ফরওয়ার্ড ব্লক। হাতিবাগানে হেমন্তবাবুরই স্মৃতিবিজড়িত বিধান সরণির ‘সুভাষ কর্নার’-এর তিন তলায় গত মঙ্গলবার নতুন জেলা দফতরের উদ্বোধন করেছেন ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস।উদঘাটনে  ছিলেন দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, জীবন সাহা, সুদীপ বন্দ্যোপাধ্যায়েরা।এক স্মরণ সভার আয়োজন করা হয়েছিল।কলকাতাতে রাজ্য অফিস থাকলেও জেলা অফিস ছিল না।

Leave a Reply