সেখ সামসুদ্দিন, ২২ অক্টোবরঃ মেমারি সংস্কৃতি সংস্থা অনুভূতির উদ্যোগে স্বর্গীয় ‘মেমারি রত্ন’ মনোময় ঘোষের স্মরণ সভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন সাহিত্যিক অমিয় মুখার্জী, লেখক ডাঃ অভয় সামন্ত, সাহিত্যিক শুভাশিস মল্লিক, সাংবাদিক পার্থশখা অধিকারী, সাংবাদিক সেখ সামসুদ্দিন, মনোময় বাবুর বড় মেয়ে শিক্ষিকা চন্দ্রিমা শিকদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখানে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন ডাঃ অভয় সামন্ত। উপস্থিত সকলের পুষ্পার্ঘ্য দেন এবং অতিথিবর্গ স্মৃতিচারণা করেন। পরে অনুভূতির পক্ষ থেকে মনোময়বাবুর স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

Leave a Reply