জাহিরুল হক (রাজা মাস্টার),

তৃতীয় বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর,রাজ্য থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত অনেক সাংগঠনিক ও প্রশাসনিক পদের অনেক পরিবর্তন হয়েছে।গত সপ্তাহে সারা রাজ্যের 21 টি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের পরিবর্তন হয়েছে।তার মধ্যে পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নতুন চেয়ারম্যান হয়েছেন মেমারীর বিধায়ক শিক্ষক মধুসূদন ভট্টাচার্য।তিনি আজ ডিপিএসসি তে এসে দ্বায়িত্বভার গ্রহণ করলেন।আর এইদিনই নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি পূর্ব বর্ধমান শাখা নতুন চেয়ারম্যান সাহেব কে সংবর্ধনা দিলো।এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সংগঠনের জেলা সভাপতি তপন পোরেল, সম্পাদক প্রবীর ঘোষ,সহ সভাপতি বিশ্বনাথ রায়,রাজ্য কমিটির সদস্যা নীলিমা মুখার্জি, ঝুমা সাহা সহ বিভিন্ন চক্রের সভাপতি ও সম্পাদকরা।এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান বলেন-“মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বিধায়ক করার পাশাপাশি যে গুরু দ্বায়িত্ব দিয়েছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ।আর আমি এই দ্বায়িত্ব পেয়ে শিক্ষক,শিক্ষার যাতে সার্বিক উন্নতি হয় সেই চেষ্টাই করবো।”তিনি আরো বলেন-“আমার কাছে সবাই আসার জন্য ডিপিএসসির দরজা সব সময় খোলা,আর আমাকে কেউ স্যার, বা সাহেব না বলে মাস্টার মশাই বললেই হবে,তাতে আমি আরো খুশি হব।”শিক্ষক সংগঠনের সভাপতি তপন পোরেল বলেন-উনি খুবই ভালো মানুষ,দীর্ঘদিন শিক্ষকতার সাথে যুক্ত,তাই শিক্ষকদের প্রকৃত সমস্যা গুলো বুঝতে পারবেন।অনুষ্ঠান শেষে নতুন চেয়ারম্যান মধুসূদন বাবু সবাইকে মিষ্টি মুখ করান।

Leave a Reply