প্রাণীমিত্রাদের নিয়ে প্রশিক্ষণ শিবির

সেখ রাজু , মঙ্গলকোট

মঙ্গলবার মঙ্গলকোট ব্লক চত্বরে প্রাণীমিত্রাদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় । প্রাণীমিত্রাদের আরও উন্নত করার জন্য রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন । রাজ্য সরকার নানা রকম প্রশীক্ষণ দিয়ে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার ব্যাপারে উদ্যোগী হয়েছে । সেই উদ্যোগের অঙ্গ হিসাবে মঙ্গলবার মঙ্গলকোটে প্রাণীমিত্রাদের একটি প্রশিক্ষণ দেওয়া হয় । প্রাণীমিত্রারা গ্রামে গ্রামে গবাদি পশুদের চিকিৎসার জন্য আরো উন্নত কি পদ্ধতি গ্রহণ করতে পারবে সেই বিষয় নিয়ে এদিনকে বিস্তারিত আলোচনা করা হয় । যাতে সহজে বৈজ্ঞানিক পদ্ধতিতে গ্রামাঞ্চলে সকলে গবাদি পশু পালন করতে পারে সেই দিকগুলো তুলে ধরা হয় । এভাবে তাঁরা নিজেরা স্বনির্ভর হতে পারবেন । প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশচন্দ্র বারুই সহ অন্যান্য আধিকারিক এবং প্রাণীমিত্রারা ।

Leave a Reply